STORYMIRROR

Atanu Maji

Children

3  

Atanu Maji

Children

টিয়া ও রিয়া

টিয়া ও রিয়া

1 min
309

পিয়াপুরে খালপাড়ে রিয়াদের ঘর,

সেথা এক টিয়া থাকে বনের ভিতর

সবুজ বরণ, লাল ঠোঁটখানি তার,

দেখলে মন জুড়ায় আহা কি বাহার!

আমগাছে মোটা ডালে যে কোটর ছিল,

একদিন তাতে সে দুটি ডিম দিল।

ডিম ফুটে একদিন হল দুটি ছানা,

তাই দেখে টিয়া পাখি এনে দিল দানা।

সকাল হলেই টিয়া যায় কোথা উড়ে,

সাঁঝ হলে ফিরে আসে যাক যত দূরে।

তারপর একদিন রাত কেটে গেল,

কিন্তু, সেই টিয়া তো ফিরে নাই এল।

সেইদিন ছানা দুটি পেল না আহার,

খিদের জ্বালায় শুধু করে চিৎকার।

রিয়া ভাবে, "টিয়া কোথা গেল হায়! হায়!

কেউ কি তবে তাকে ধরেছে খাঁচায়?"

রিয়ার হল মনে ব্যাথা এইসব ভেবে

ছানাদের দানা তবে কে এনে দেবে?


পরদিন স্কুল থেকে ফেরবার পথে,

টিয়ার ডাক শুনল সে কাছাকাছি হতে।

অতি চেনা সেই ডাক নেই কোনো ভুল

টিয়ার খোঁজে মন তার হল আকুল

সেই টিয়া বাপনরা ধরেছে খাঁচায়।

রিয়া ভাবে, "ওরা একি করেছে অন্যায়!"

ছটফট করে টিয়া খাঁচার ভিতর,

ছানার শোকে সে খুব হয়েছে কাতর।

রিয়া দেখে বাপনরা নেই কোনখানে,

ধীর পায়ে রিয়া তাই এল সাবধানে।

তারপর ধীরে ধীরে খাঁচা দিল খুলে,

টিয়া পাখি উড়ে গেল পাখা দুটি তুলে।

পরদিন দেখা গেল সেই আম গাছে,

সেই টিয়া বসে আছে ছানাদের কাছে।

মাতা আর সন্তানে হয়েছে মিলন,

আনন্দে ভরে তাই রিয়ার নয়ন।


ಈ ವಿಷಯವನ್ನು ರೇಟ್ ಮಾಡಿ
ಲಾಗ್ ಇನ್ ಮಾಡಿ

Similar bengali poem from Children