STORYMIRROR

Md Zakir Hussain

Inspirational Thriller

3  

Md Zakir Hussain

Inspirational Thriller

তোমরা বনাম আমরা

তোমরা বনাম আমরা

1 min
215

তোমাদের বাড়ী বিলাস বহুল 

খুশির নেইকো অন্ত।

রাস্তার পাশে আমাদের বসত 

উপরে খোলা দিগন্ত।


তোমাদের চাই বিরিয়ানি চাউ 

পিঠা কিংবা পায়েস।

একমুঠো সাদা ভাত পেটে গেলে

আমরা পাই আয়েস।


ছন্দে সুরে তোমাদের পৃথিবীটা

অতিশয় কাব্যময়।

খাবার সন্ধানে আমাদের বেলা

কাটে বড়ো হতাশায়।


প্রেমের পরশে রঙিন নেশায়

তোমরা যে বাঁধো ঘর।

অভাবের ফলে নিষ্ঠুর পৃথিবী

আমাদের করে পর।


আমুদে তোমরা ধরণীর পরে

জানাই তোদের স্বাগত।

নীরবে একদা হারাবো আমরা

সীমাহীন ভাগ্যহত।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational