তোমার স্মৃতি
তোমার স্মৃতি
সব আশার আলো গুলো
অপেক্ষায় ক্লান্ত হলো,
নির্জন সমুদ্র সৈকতে
লাল কাঁকড়ার মতো সূর্যটা লুকিয়ে পরতে
সব নীরবতা ছাপিয়ে,
আকাশ ভাসানো জোসনা রাতে,
মন কাঁদে তোমার স্মৃতিতে।
ধুসর অস্পষ্ট অন্ধকারে
ফুসফুসের ভিতরে , নাড়াচাড়া করে এক আকাশ দীর্ঘশ্বাস।
হৃদয় নিংড়ানো পর পড়ে থাকা
কষ্ট গুলো বড়ো একা
ভাষাহীন, বর্ণহীন , গন্ধহীন।
কবিতার ভাষাও জীর্ণ শীর্ণ মলিন।
করতে পারে বিরোহের কথার বিবরণ
ক্ষয়ে যায় সময় অকারণ ,
বৃথা চেষ্টায়।
স্মৃতির গুলো বড় কষ্ঠময় মৃত ভালোবাসায়।
