তোমার জন্য
তোমার জন্য


চাবুক তুমি মারতে পারো
যখন চাবুক তোমার হাতে,
যা খুশি তাই বলতে পারো
যখন বাক স্বাধীনতা আছে
শুনতে পারো বা নাই বা পারো
অপরজনের কথা
চেয়ে দ্যাখো ওটা পাহাড় নয়
শুধু তোমার দেওয়া ব্যথা,
যেনো ওই পাহাড়ের নিচেই
তোমার কবর আছে বাঁধা।
তোমার জন্য এটাই আমার
সেরা উপহার...