তোমার আঁখিতে
তোমার আঁখিতে


তোমার ওই আঁখিতে
চেয়েছি'গো থাকিতে
না দিলে ফিরায়ে না ভালো বাসিতে।
তোমার আকাশে সূর্য না ওঠে
না ওঠে চাঁদ রাতের আঁধারে
তবু এ’মন সারা জীবন থাকবে আমার ওগো তোমাতে
ঝড় তুলে ভালোবাসায় মন চাই রাঙিতে।।
ভোরের বাতাসে ফুল না ফোটে
না ডাকে পাখি আলোর বাঁশিতে
প্রেমের আগুন লাগলে মনে পোড়ায় বেশি সবাই জানে
তবু এ’ভালোবাসায় মন চাই মজিতে।।