STORYMIRROR

Bhaswati Ghosh

Fantasy

2  

Bhaswati Ghosh

Fantasy

তবু মনে রেখো

তবু মনে রেখো

1 min
17.2K


বিশ্বাস কর তোমার পাশের হলুদ শাড়ি পরা হলুদ রঙের মেয়েটাকে দেখে আমি একটুকু কাঁদিনি,

আমি কেঁদেছি শুধু হলুদ শাড়িটা দেখে।

যে শাড়িতে একদিন তুমি আমায় সাজাবে বলেছিলে।

বিশ্বাস কর তোমায় আমি একটুকরোও ভালবাসি নি,

আমি কেবল ভালবেসেছিলাম বুজে আসা আমার চোখের পাতা তোমার বুকের মাঝে আর

তোমার আদুরে ভালবাসার রামধনু মাখা হাত আমার মাথায়,

ক্ষণিকের পদ্মপাতার শিশিরের মতো শুধু সেই ক্ষণটুকু।

বিশ্বাস কর আমি চাই না মনে রাখো আমার অপ্রয়োজনীয় ভালবাসি বলা কথা গুলো,

আমি চাই চিরকাল মনে রেখো শুধু আমাদের অনেক অনেক আলো মাখা আর খুনসুটি

ভরা দু একটা সকাল আর রাতজাগা৷

#positiveindia


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy