STORYMIRROR

Bhaswati Ghosh

Fantasy

3  

Bhaswati Ghosh

Fantasy

একটুকরো জীবন

একটুকরো জীবন

1 min
15.8K


হয়তো কয়েক শতক পরে

যখন হাসিটা হারিয়ে গেছে জীবনের বাঁকে,

মধ্যবিত্ত জীবনে কড়ায় গন্ডায় মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার হিসেব।

যখন ভীষণ ইচ্ছা করে একলা হতে ঠিক আগের মত,

অন্ধকার চিলেকোঠার ঘরে বেদনা গুলো ভাসিয়ে দিতে অন্ধকারে জেগে থাকা একলা

নক্ষত্র লোকে।

বুকের মাঝে অবিরত রক্ত ক্ষরণ।

দাম মেটানো জীবনে শুধুমাত্র মৃত্যুর আরতি।

হয়তবা তখন দেখা হবে দুজনের ক্লান্ততার মুখোশ ছিঁড়ে নীরব দুটি চাহনি।

সেই ক্ষণে বলে যাবে অতীতের বলতে চাওয়া অনেক না বলা কথা।

বুকের মধ্যে সমুদ্রের ঢেউয়ের ওঠাপড়া।

ঝম ঝম বৃষ্টির তান

ভীষণ ভাবে ভিজিয়ে দেবে দুজনকেই।

শুধু সেইটুকু একান্ত ক্ষণ থাক তোমার আমার।

বাকিটুকু সকলের মাঝে বিকিয়ে যাক।


विषय का मूल्यांकन करें
लॉग इन

Similar bengali poem from Fantasy