অচেনা আমি
অচেনা আমি
1 min
15K
নিজের বুকের মধ্যে একটা মজা নদী।
অন্ধকার যখন হয়ে ওঠে অনেক আপন।
মনে হয় এক ফুঁয়ে নিভে যাক ভীষণ প্রিয় চাঁদটাও।
ভীষণ ভাবে অদরকারি আমিটা মুখ লুকাই আবার
নাহয় অন্ধকার গর্ভেই।
তখন শুধু চিক্ চিক্ বালির বুকেই কান্না টুকু লেগে থাক।
আর হেঁটে যাওয়ার পথটুকুর শেষে আমি শুধু,
আর এক ব্যর্থ অচেনা আমি।
