সত্যি ই কি নেই?
সত্যি ই কি নেই?


আকাশ হয় আনমনা,
বাতাস শোনায় দুঃখী কবির গান,
বাড়ির প্রতিটি দেওয়াল খোঁজে তোমারে
আমার চোখ খোঁজে পুরোনো স্মৃতি,
আর এই ইউনিফর্ম,
এই ইউনিফর্ম ভাসিয়ে আনে তোমার গন্ধ।
ওরা বলে তুমি নেই,
সত্যি ই কি নেই?
তবে কেন পাই আমি তোমার গন্ধ এই ইউনিফর্ম এ?
তুমি কি নেই আমার পাশে?
বলেছিলে সর্বদা থাকবে,
তুমি কি সত্যি ই নেই?