ফেলে এসেছি যে দিন
ফেলে এসেছি যে দিন


তোমার কথা আজ ভাবিনা আর,
তোমার পথে চাইনা আর,
ফেলে এসেছি যে দিন সেদিনের কথা ভুলেছি আজ।
জানবে না হয়তো, আমি এগিয়ে গেছি
অনেক দূরে তোমার থেকে,
যেমন তুমি গেছিলে একদিন, মনে আছে?
আর ভাবিনা তোমার কথা,
ফেলে আসা দিনগুলো আজ আমার মনে আর ঠাঁই পায়না
চলি বন্ধু, আজ যে শুধু - চিরকালের বিদায় জানিয়ে চলি।