•~• সংসার •~•
•~• সংসার •~•
•~• সংসার •~•
একটা সংসারের গল্প বলবো, যদি শুনিস...
টোনাটুনির ঘরে কিচিরমিচির কলকাকলি কতো ভাষা,
আমাদের বাড়ির নাম হবে "ভালো-বাসা",
তোর আমার সাধপূরণ হবে সাধ্যের মধ্যেই,
ঘুরু ঘুরু পা, প্রকৃতির নির্জনে আমাদের হারিয়ে যাওয়া,
পিছনে পড়ে থাকুক যতো শহুরে কোলাহল,
তোকে ভেবে এমন একটা সংসারের স্বপ্ন দেখি জানিস!
ছেঁড়া ওয়ালেট, রংচটা শার্ট, পুরনো জিনস্, ক্ষয়ে যাওয়া জুতো,
আমি নিজের প্রয়োজন নিজেই মেটাতে পারি,
তুই পারলে আমায় একটা সংসার দিস!
দুজনের ভালোবাসায় দুজনে মুড়ে থাকবো,
দুজনে দুজনের মতো করে ভালো থাকবো,
অশান্তিরা যেখানে শান্তি চাইবে,
তেমন একটা সংসার আমায় দিতে পারিস?
এসির হাওয়া হার মানবে তিন ব্লেডের ফ্যানের কাছে,
লোডশেডিংয়ের খোলা জানলায় স্মৃতির আলোয় ভাসবো দুজনে,
তুই যদি আমাদের সংসারের দায়িত্ব নিস!
শাড়ীর আঁচলে, চোখের কাজলে, লাল টিপে তোকে লাগে ভারী মিষ্টি,
কানের দুলে, খোঁপার চুলে তুই বড়ো অপরূপ সৃষ্টি,
আলতা পায়ের রিনিঝিনি নূপুর,
তোকে ঘিরে আমার বেহায়া দুপুর,
তুই শুধু সংসারটাকে একটু ভালোবাসিস!
বাইকিং হোক বা কুকিং আমি কিছুই জানি না,
টেবিল এটিকেটস্ ভর্তি রেস্টুরেন্টে আমার নাভিশ্বাস ওঠে,
কিন্তু তোর জ্বর হলে আমি রাত জাগতে রাজি,
তোর উষ্ণ কপালে আমি ঠোঁট ছোঁয়াতে পারি,
তার বদলে তুই সংসারটা গুছিয়ে রাখিস!
একপা দুপা তাল মিলিয়ে দিনগুলো পেরোয়,
রাত নিভে যায় আদরবাসায়,
ভাগাভাগির থালায় দুজনের হাতে পেট ভরবে একটা পাতে,
মিলেমিশে এমন একটা সংসারে যদি তুই থাকিস!
জানি ভালোবাসতে লাগে না কোনো কারণ,
রাগও আসে অকারণ,
অভিযোগ আর অভিমানদের হারিয়ে দেবো,
একে অপরকে মানিয়ে নেবো,
আমার সাথে সংসারের হাল যদি তুইও ধরিস!
সোহাগী আলিঙ্গনে কানে কানে ভালোবাসি বলে,
অফিসফেরত শ্রান্ত মন ক্লান্ত শরীর হার মানবে তোর কাঁধের তিলে,
ডিনার শেষে অন্ধকার বিছানায় এক চাদরে আমি তুই,
জমে যাবে সব ভূতের সিনেমা,
কিংবা চলবে খুনসুটি কমেডি সিরিজ়ের ফাঁকে,
এমন একটা সংসার দুজনে বানিয়ে ফেলি, কী বলিস?
✍🏻 রোমি
©️ Copyright Protected
০৭/০২/২০২৩

