STORYMIRROR

Priyanka Bhuiya

Abstract

3  

Priyanka Bhuiya

Abstract

সংকল্প

সংকল্প

1 min
308

অদৃশ্য তরঙ্গে আবৃত সংকল্পদের নিরন্তর আনাগোনা,

পারিপার্শ্বিকের ধনাত্মক কিংবা ঋণাত্মক আবহ -

রিসোলিউশন আসলে শত প্রতিকূলতায় দৃঢ় চেতনা,

আত্মিক শপথ গ্রহণের কোনও বিশেষ দিনক্ষণ হয় না,

ফিরে দেখারা ভেসে আসে স্মৃতির জোয়ারে -

নুইয়ে পড়া গাছটাও হঠাৎ আবার সজীব হয়ে ওঠে,

আগার দিকে মুখ তুলে নতুন কিশলয়রা স্বপ্ন দেখে;

কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তির দাপটে ছন্নছাড়া হতে হয় -

সবুজ কচি পাতাগুলো আবার লালচে হয়ে পড়ে,

গাছটা কিন্তু আশা ছাড়ে না, শিকড়টা আজও সতেজ;

অন্তহীন প্রত্যয়ে নিষ্পাপ সত্তা অটুট অবিচলিত হৃদয়ে,

প্রাণবন্ত নিজস্বতা আঁকড়ে এগিয়ে চলি প্রতিটি মুহূর্তে,

আত্মবিশ্বাসে বলীয়ান হয়েই অর্জন করি রিসোলিউশন,

জীবন মানেই সংগ্রাম, অবিচলিত লক্ষ্যে টিকে থাকা....


Rate this content
Log in

Similar bengali poem from Abstract