সংকল্প
সংকল্প
অদৃশ্য তরঙ্গে আবৃত সংকল্পদের নিরন্তর আনাগোনা,
পারিপার্শ্বিকের ধনাত্মক কিংবা ঋণাত্মক আবহ -
রিসোলিউশন আসলে শত প্রতিকূলতায় দৃঢ় চেতনা,
আত্মিক শপথ গ্রহণের কোনও বিশেষ দিনক্ষণ হয় না,
ফিরে দেখারা ভেসে আসে স্মৃতির জোয়ারে -
নুইয়ে পড়া গাছটাও হঠাৎ আবার সজীব হয়ে ওঠে,
আগার দিকে মুখ তুলে নতুন কিশলয়রা স্বপ্ন দেখে;
কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তির দাপটে ছন্নছাড়া হতে হয় -
সবুজ কচি পাতাগুলো আবার লালচে হয়ে পড়ে,
গাছটা কিন্তু আশা ছাড়ে না, শিকড়টা আজও সতেজ;
অন্তহীন প্রত্যয়ে নিষ্পাপ সত্তা অটুট অবিচলিত হৃদয়ে,
প্রাণবন্ত নিজস্বতা আঁকড়ে এগিয়ে চলি প্রতিটি মুহূর্তে,
আত্মবিশ্বাসে বলীয়ান হয়েই অর্জন করি রিসোলিউশন,
জীবন মানেই সংগ্রাম, অবিচলিত লক্ষ্যে টিকে থাকা....