স্নেহ // সবুজ সরকার
স্নেহ // সবুজ সরকার
নরম বিকেলের মত স্নেহ
ঝরে পড়ে,
এই নদী মাঠ গাছ তলা, হাসনুহানার সুগন্ধ,
স্মৃতি বড়ই দুর্লভ,
বারে বারে পিছু ডাকে
বারে বারে বলে শেকড়ের গল্প
সেই নিওলিথিক যুগ থেকে আজও
আঁকড়ে ধরে মা।
এত হানাহানি এত রক্ত
এত মিথ্যে ছন্দপতন
এত মান-অভিমান খেলা
মুখোশ নিয়ে কাড়াকাড়ি,
তবু মায়ের হাতে লাগানো গাছের নিচে বসলেই
অপার শান্তি
স্নেহ ঝরে পড়ে আবৃত্তির মত।
