SABUJ SARKAR

Others


2  

SABUJ SARKAR

Others


মায়া জালে আবৃত চারিপাশ

মায়া জালে আবৃত চারিপাশ

1 min 83 1 min 83

মায়া জালে আবৃত চারিপাশএক চিলতে ধ্যানমগ্ন হওয়ার আকুতিচোখ বুজ্লেই অন্তর্জাল চোখ মেললেও,অনুভূতি ঢেউস্পর্শহীন ছুঁয়ে যাওয়া নিরন্তররাগ, হিংসা, রিরংসাপ্রেমহীন প্রেম।

রাত জেগে ভাসমান আবেগ,আবেগকে ছুঁতে চায়জীবন চেখে দেখেঅরূপরতন নদী, উদ্বাস্তু বিকেলহরিণের ঠোঁটে চুম্বন রেখা এঁকে দেওয়াএক পশলা বৃষ্টি।

মায়া জালে আবদ্ধ নাগপাশঅনুভূতিহীন ঢেউ। 


Rate this content
Log in