STORYMIRROR

SABUJ SARKAR

Abstract Others

3  

SABUJ SARKAR

Abstract Others

আকাশে ট্রাফিক জ্যাম

আকাশে ট্রাফিক জ্যাম

1 min
375


আকাশে ট্রাফিক জ্যাম

একে একে অধিকার করেছি

রাজপথ, দু' দণ্ড জমি,রবিনের তাল পুকুর, ছায়াবীথি,

গগনের উঠোন,কানায় কানায় পূর্ণমানুষ আর রাশি রাশিকথা। 

এত বলতে পারে মানুষ, এত আত্মবিমোচন, নিরর্থক

এত আত্মমগ্ন প্রসন্ন উল্লাসগ্লানি নিয়ে আঁকা শব্দছক। 

চোখ বুজে রেল কলোনির মাঠআকাশ স্পর্শ করলে অব্যক্ত জন কলরব অদৃশ্য হাসি তরঙ্গ হয়ে ছোটে।

পারিবারিক দ্বন্দ্ব, রাজনৈতিক তোপ আকাশে ট্রাফিক জ্যাম।

বসের সাথে গোপন বৈঠক ছুঁয়ে যায়

কান ঘেঁষেশুধু বসে থাকে বুড়ো বটচুপ-শব্দ গভীর ফেনিল;

বৃষ্টি এলে পরেকথার তরঙ্গ মালা স্নান সেরে ওঠেগান ধরেবুড়ো বট গাছ।


Rate this content
Log in