STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract Tragedy Others

3  

Partha Pratim Guha Neogy

Abstract Tragedy Others

সমুদ্রসৈকত

সমুদ্রসৈকত

1 min
111

সমুদ্র দর্শনের ইচ্ছা ছিল বহুদিন

সমুদ্রের অশান্ত ঢেউয়ে নিজেকে বিলিয়ে দেওয়া।


সূর্যোদয় দেখার ইচ্ছা ছিল সমুদ্র সৈকতে,

সব ভুলে বাউল হয়ে হাঁটবো বালুকাবেলায় ;

সাগরের গভীরতায় মনকে আড়াল করবো তারপর।


ভাসিয়ে দেবো নিজের মনকে মনখারাপি দুপুরে,

উষ্ণতার খোঁজে অবগাহন।

মনপাগল করা ঢেউয়ের উচ্ছাসে বুকভর্তি স্বপ্ন!!


ঝড় ঝাপটা উপেক্ষা করে সমুদ্রের বিশাল সংসারের,

অবশেষে ভাটার টানে প্লাবনের সীমারেখা দূর দিগন্তে,

বিস্তীর্ণ বালুকাবেলায় প্রেমিক বাউল,

হরেক পসরার হাতছানি বালুকাবেলায়,

উপেক্ষিত আত্ম অহং,বিচ্ছিন্নতার আড়ালে নির্বাসিত নিঃসঙ্গ ঝাউবনের মাঝে।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract