STORYMIRROR

Manab Mondal

Abstract Inspirational

4  

Manab Mondal

Abstract Inspirational

সমুদ্র

সমুদ্র

1 min
263

ঘুমের মতো নরম অন্ধকারে


উসপাশ করা তারাদের , জোছনার আদরে


ঘুমপাড়ানি গান শোনানো

সমুদ্রকে কখনো ঘুমতে দেখনি।


কতকাল জেগে ও -


সাদা পাখিটার ডাক বেয়ে নিয়ে গেছে,


পারে অপেক্ষায় থাকা , বাসাটার কাছে।


চুপচাপ মাঝি মোল্লারদের গল্প বলছে অনর্গল।


সৌকতের চোখের জল মুছিয়ে দিয়ে

ওর স্রোত চুমু খেয়ে যায় বালুচরে।


নদীর কষ্ট গুলোকে আপনার করেছে ও।


সমুদ্রকে কখনো বিশ্রাম নিতে দেখিনি আমি।


কখনো দেখিনি স্বপ্ন দেখতে।


শুধু দেখেছি একটা মেয়ের মতো


একটা বিশাল আকাশে আগলে রাখতে।


আর মাঝে মাঝে নিজেকে ক্ষত বিক্ষত হতে।


মাটির বুকে আশ্রয় চেয়ে ওকে সব সময়


হয় ফিরে যেতে নীল দীগন্তে ।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract