STORYMIRROR

Debmalya Dutta

Tragedy

3  

Debmalya Dutta

Tragedy

স্মৃতিটুকু থাক

স্মৃতিটুকু থাক

1 min
928


তোমার কি মনে পড়ে সেই লালমাটির পথ?

কোন তেপান্তরে গিয়েছিল হারিয়ে!

কোন সেই তাল তমালের দেশে হারিয়ে যেত

বিকেলের সময়গুলো চুপিসারে!

ঝিঁঝিঁ ডাকা তারা জ্বলা রাত ঝুপ করে

নেমে আসত সাঁঝের প্রদীপের হাত ধরে।


কবে কার নামের স্মৃতিতে কাটানো পুকুরের

ধারে ব্যাঙের আদিম উল্লাস

মনে পড়ে সেই স্বপ্ন গুলোকে!

আজ তারা অস্তিত্বের সংকটে বিপন্ন,

হয়ত কোন ঘূর্ণির আবর্তে হারিয়ে 

যাবে একদিন।


হাতে হাত টুকু ছুঁয়ে থাকার রেশ,

সেতো থেকে যাবে,সময় বলবে এসে

বাতাসের গুঞ্জনে শেষ হয়েও হইল না শেষ।।



Rate this content
Log in