সম্পদ
সম্পদ
বাড়ি,গাড়ি, টাকা-কড়ি যতো যা আছে সবি,
সব কিছুকে আপন ভেবে রাতদিন থাকি ডুবি।
আসল কথা এগুলো একদিন আসবেনা আর কাজে,
সবকিছুই পড়ে রবে, কোনো মালিক থাকবেনা যে।
একদিন সবি ধুলো পড়ে হবে একাকার,
এতো সম্পদ, এতো পয়সা হবে সব ছারখার।
সময় থাকতে সদ্ব্যবহার করে যাওয়া ভালো,
এতো সম্পদ এতো বিত্ত আনবে ডেকে কালো।
