সমাপ্তি
সমাপ্তি
তুষার বৃত্ত গাছে ফাঁকে
দিনের শেষ সূর্য উঁকি দিয়েছিল
হঠাৎ ঘন অন্ধকার নেমে এসে
ক্ষনিকে সব এলেমেলো করে দিল।
ভুলটা হয়তো আমার ছিল
গভীর বিশ্বাস করেছিলাম
অবচেতনে কখনো আসেনি
এতো সুন্দর অভিনয় হয় ।
ভাবতাম অন্যদের দোষ থাকে
তাই তাদের সাথে এমন হয়
কিন্তু আমার সাথে এমনটা
কোনো দিনও সম্ভব নয়।
আমার ভাবনার গলাটিপে
আমাকে মিথ্যা প্রমাণ করে
একদিন সে চলে গেল
ফেলে রেখে ক্ষতবিক্ষত গোলাপ।