STORYMIRROR

Nurul Islam

Classics

4  

Nurul Islam

Classics

সমাজ

সমাজ

1 min
357

সমাজের গতি, সম্প্রেষণ একাধিক রঙে,

 মানুষের মুখে প্রেমের প্রতিশ্রুতি ছড়ায় বাঙ্গা।


সমাজ একটি মেলা, সবাই এসে একসাথে, এখানে সাজিয়ে আছে স্বপ্নের বন্ধন।


যেখানে ভিন্ন ধর্ম, ভাষা ও বয়স, 

একে অপরের সাথে স্নেহে সজায় যত্ন।


সমাজের গতি, সামাজিক ন্যায়ের দিকে, 

সবাই আগামী দিনের আশায় দাঁড়ায় যত্ন।


সমস্যায় সমাধান, সমৃদ্ধি ও শান্তি, 

সমাজের আবেগ, সবার সাথে মিলায় একটি প্রাণ্য।


এই সমাজের মিলনসরণি, বদলে দেয় জীবন,

 আমরা সবাই একে অপরের জন্য নিয়োজিত সৃজন।


সমাজে বৃদ্ধি, সামাজিক সান্ত্বনা এবং সহমর্মিত,

 আমরা সবাই এক অপরের সাথে চলতে নিয়ে সব সময় সজিত।


Rate this content
Log in

Similar bengali poem from Classics