সমাজ
সমাজ
ঘুন ধরা সমাজে আজ
সৎ মানুষের অভাব,
দিন দিন বদলাচ্ছে তাই
মানুষের স্বভাব।
সবাই ঘোরে নিজের লাভে
স্বার্থসিদ্ধির জন্য,
নিজের স্বার্থে আঘাত লাগলে
হয়ে যায় বন্য।
সমাজ আজ বদলে গেছে
বদলে গেছে হালচাল,
গুরুজনের যথার্থ সম্মান
দেয় না কেউ আজকাল।
ঘুন ধরা এই সমাজে
নেই যে কিছু ভালো,
সবাই ছোটে মরিচীকার পিছে
ছেড়ে দেয় আলো..!!
