টাকা
টাকা
টাকায় এখন চলছে জগৎ
চলছে নানা খেলা,
টাকা দিয়েই তৈরি হচ্ছে
নানান রঙের মেলা।
টাকার চোটে মানুষও আজ
মুহূর্তে বদলে যায়,
টাকার কাছে ঠিক ভুলেরও
জ্ঞান হারিয়ে যায়।
টাকা আনে অনেক টাকা
টাকা আনে সুখ,
টাকাই হলো সর্বনাশা
আনে অনেক দুখ।
পকেট ভর্তি থাকলে টাকা
জীবন চলে ছন্দে,
না থাকলে টাকা কাছে
বাজ পড়বে স্কন্ধে।
টাকাই ভালো টাকাই মন্দ
টাকাই হলো ভক্তি,
টাকার কাছে পুচ্ছ নাড়ায়
জ্ঞানীগুণী ব্যাক্তি।
টাকাই হলো এই দুনিয়ার
সবচেয়ে বড়ো সত্তা,
টাকা ছাড়া বাঁচবার আর
বিকল্প নেই রাস্তা।
