STORYMIRROR

Abrar Nuhan

Tragedy

4  

Abrar Nuhan

Tragedy

সিত্রাং ও প্রিয়তমা

সিত্রাং ও প্রিয়তমা

1 min
261

১।

প্রিয়তমা

কেমন আছো তুমি

এই বৃষ্টিস্নাত রাতে?

যখন রুদ্ধশ্বাসে দুরুদুরু হাওয়া বয়

উড়ে যায় দূরের কোন ঘরের চাল

২।

প্রিয়তমা

এই ইন্টারনেট আর ফ্লুওরসেন্ট বাতির যুগে

যখন সিত্রাঙের তান্ডবে নেমে আসে হাজার বছরের পুরনো আঁধার রাত,

তখন উচ্চমার্গীয় বইপত্র ছেড়ে এতটুকু অবসরে

মনে পড়ে আমারে?

৩।

প্রিয়তমা এই দুরুদুরু পবন রাতে

যখন আতংকিত উপকূলবাসী

মুখেমুখে আল্লাহ আল্লাহ জপ

তখন তুমি কেমন আছো?


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy