STORYMIRROR

Abrar Nuhan

Others

4  

Abrar Nuhan

Others

স্বপ্ন

স্বপ্ন

1 min
208

স্বপ্নে হেঁটে চলো অবিচল

ধীরপায়ে হৃদয়ের রাজ্যে

সাদাকালো শ্যমল স্বপ্নে

নিঃশব্দে, নিঃশব্দে।


চাদরের নিচে হামাগুড়ি দিয়ে

বিড়ালের বাচ্চাদের মতো

ঘুম জড়ানো চোখে

ডেকে ফিরি রোজ


স্বপ্ন দেখার কিছু মুহুর্ত

এই মুহুর্ত জাগায়

সুখের মত ব্যথা


স্বপ্ন তবুও কত দুরত্ব

হেঁটে চলে যাওয়া

অবাক থমকে থাকা

শীতল বায়ু বহে

নীরবতা,নীরবতা


স্বপ্নগুলি ক্লান্ত

দুরত্ব, নীরবতা

তবুও কোথাও পূর্নতা।


Rate this content
Log in