STORYMIRROR

Abrar Nuhan

Abstract Others

3  

Abrar Nuhan

Abstract Others

সন্ধ্যা রাত্রির ধ্রুবতারা

সন্ধ্যা রাত্রির ধ্রুবতারা

1 min
183

কোথায় আছো,প্রিয়তমা?

পৃথিবীর কোন কোণে,কোন বাগানের ফুল হয়ে,কোন রাজ্যের রাজকন্যা হয়ে,কোন যাদু মন্ত্রে হৃদয় দখল করে?

আমার প্রাণের প্রেয়সী,তুমি কোথায় আছো?প্রার্থনায় কি কখনো আমাকে চাও,স্বপ্নে তোমার আমাকে পাও?

টিনের চালে বৃষ্টির ঝুমঝুম শব্দ শুনে,হৃদয়ের মাধুর্যে আমায় স্বরণ করো সকরুণ সুরে?

কখনো কি পড়ে মনে প্রথম দেখার কথা,শীতল প্রভঞ্জনে সব কিছু যেন থমকে ছিলো দিবারাত্রির ত্রিশ ভাগের এক ভাগ,অরফিউসের লাইর যেনো শত সহস্র বছর পর বেজে উঠেছিলো।

মনে পড়ে বিদায়ের বিহগল বেজে উঠে করুণ সুরে,

না বলা কথা শত ঝরে পড়া পাপড়ি

বিদায়ের দ্বীর্ঘশ্বাস কল্পনালোকে বসবাস,

আত্মাকে কাঁদিয়ে তুলে;

আবার যখন হবে দেখা হাসবে বোধহয়।

"প্রিয়তমা ভালোবাসায় দুরত্ব ভালো;

তুমি কোথায় প্রিয়তমা,আমার অর্ধেক দ্বীন? তুমি কি জেগে?নিঃশব্দ রাত্রির নিশিথীনি হয়ে,বাতাসের সুরে কি শুনতে পাও,হৃদয়ের প্রতিটি স্পন্দন তোমায় ডাকে।তোমার মানসপটে কি অবয়ব কল্পনা করতে পারো আমার,জানতে ইচ্ছে হয়? 

তুমি কোথায়,ভালোবাসা আমার? নিঃশব্দ কান্না কি শুনতে পাও,সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকে,যন্ত্রনা কি বুঝো তুমি?

কতটা সবর হৃদয় সয়ে যাবে বলতে পারো?

এমন কোন জাদু জানো কি তুমি?এক নিমিষেই এক করে দেবে তোমায় আমায়,গোপন কোন যাদু,

টেলিপ্যাথিক ম্যাসেজ,গোপন অভিযোগ গুলো বেনামে পাঠানোর মত?

কোথায় আছো প্রিয়তমা,সন্ধ্যা রাত্রির ধ্রুবতারা,জীবনের ধুম্রজালে পথ দেখানো আমার প্রানের সিতারা;

এক চিলতে হাসি উড়িয়ে দাও বাতাসে;বেঁচে থাকার প্রয়োজনে!

সুবাস ছড়িয়ে দাও যদিও থাকে নিষ্প্রয়োজন;প্রাণভরে শ্বাস নেবার নিমিত্তে।

তুমি কোথায়,প্রাণের প্রিয়তমা?


Rate this content
Log in

Similar bengali poem from Abstract