STORYMIRROR

Manab Mondal

Abstract Tragedy Inspirational

3  

Manab Mondal

Abstract Tragedy Inspirational

শুভ জন্মদিন

শুভ জন্মদিন

1 min
208

এখন আমি জমির থেকে অনেকটা দূরে

এখন মাঝ সাগরে।

এখানে সমুদ্র বড় সমতল বড়ো শান্ত

অনেকটা আমার মতো 

বোঝোই যায় জীবিত মৃত

তফাত একটাই, ওকে আগলে রেখেছে নীল আকাশ।

আমার জীবন একাকীত্ব দীর্ঘশ্বাস

মৃত্যু পর এমন হয় বুঝি জীবন আত্মীয়হীন ,

এ ধুসর জীবন তোমার দেওয়া আমার উপহার,

মৃত্যুর চেয়ে নীল এক নীরব অন্ধকার 

সত্যি থেকে গেলো বোধহয় তোমার কাছে আমার এটা ঋণ ।

প্রিয় মানুষের তালিকা বদলে, পেয়েছো তুমি নতুন জীবন।

অনেক শুভেচ্ছা শুভকামনা তোমার শুভ হোক শুভ জন্মদিন।

সব রঙে জীবন তোমার হোক রঙিন ,,,


,,



Rate this content
Log in

Similar bengali poem from Abstract