STORYMIRROR

Bidyut chakraborty

Classics Inspirational Others

3  

Bidyut chakraborty

Classics Inspirational Others

::শরৎ সুন্দরী::

::শরৎ সুন্দরী::

1 min
474

শরৎ এল শিশির ভেজা পায়ে

শিউলি ফুলের গন্ধ মেখে গায়ে।

শ্বাস ফেলে যায় হিমেল বাতাস

কাশের বনে বনে...

দিঘির জলে ঢেউ খেলে যায় হিমেল চুম্বনে

পদ্মকলি হাঁই তোলে তখন পদ্মবনে।

চাঁদের বুড়ি গগন জুড়ে নীল বসনখানি পাতে

পেঁজা তুলো বিছিয়ে রাখে তাতে।

সারাদিন চলে রৌদ্র-মেঘের লুকোচুরি খেলা

হাসি আনন্দে কোথা দিয়ে কেটে যায় সারা বেলা‌।

সোনার বরণ রৌদ্র এসে পড়ে

সোনালি আলোয় জগৎ ওঠে ভরে।

ফুলে ফুলে খোঁজ নিয়ে যায় অলি

গুঞ্জন করে ঘিরে ফুলের কলি।

শরৎ আসে ভাদু গানের সঙ্গে

ডালি ভরে উৎসব আনে বঙ্গে।

আকাশে বাতাসে ভাসে আগমনীর সুর

দেবীপক্ষ মানেই উমার আগমন নয় বেশি দূর।

ছেলে বুড়ো নেচে উঠে ঢাকের তালে তালে

বিদায় নেবে শরৎ রাণী ভাদ্র-আশ্বিন গেলে।


Rate this content
Log in

Similar bengali poem from Classics