শিশুমন
শিশুমন


ছোট্ট "নীর" জানালার ফাঁকে আনমনে
এলো মেলো ছবি আঁকে কল্পনার গগনে।
স্বপ্নে ভাসে কার যে পরিচিত চেহারা
দুহাতে না পেয়ে হতাশ হয় বেচারা।।
চোখ বেয়ে পড়ে ওর অশ্রু-গঙ্গা
বাবার ফোনে মন হয় আধ-একটু চাঙ্গা।।
মুম্বই বহুদূর কষ্ট হয় ওর মানতে
মায়ের আঁচল ধরে থাকে শুধু টানতে।
রাস্তা-ঘাট গাড়ি-ঘোড়া আজ সব বন্ধ
অনেক করে বোঝালে হয়ে যায় শান্ত- নিস্তব্ধ।
পেপা-পিগ দেখে মন ফের একবার হয় ধন্য
স্বপ্নের তুলিতে আঁকে ঘর এক অনন্য।
স্বপ্নের সে ঘর পারে গাড়ির বেগে চলতে
আছে তার দু-চোখ,পারে কথা বলতে।
আরব সাগর পৌঁছে যাবো আর একটু পরে
আমার প্রিয় খেলনা ছড়িয়ে আছে যে ওই ঘরে।