।।ভাবনা।।
।।ভাবনা।।


এক নির্জন দুপুরে ,ভাবছি বসে মনের গভীরে
অজ্ঞাত এই মহামারী দুয়ার বেরিয়ে ,কি শেখাল দুহাত দেখিয়ে।
নাম যশ খ্যাতির অন্ধ মোহে
ছোট ছোট খুশি নাহি আমার জীবন-গ্রহে।
ভবিষ্যতের নামে করি সব সঞ্চয়
এই ভেবে যে সব হবে নিশ্চয়।
কাল নয় আজেই যে জীবন
অতিমারি দেখালো তা না মানলেই মরন।
আজ আমি বহুদূরে ,নেই আমার বঙ্গে
তবু তার জীবনরস আছে আমার অন্ত রঙ্গে।
যে মাটি তোমাকে করেছে বড়ো
না ভুলে ,তাকে তিলে তিলে গড়।
আধুনিকতার নামে আমি পশ্চিমের অন্ধ
তাই এই মাটির সব কীর্তির দুয়ার বন্ধ।
সময় এখন পেয়েছো অগাধ অনন্ত
জেনে নাও তোমার দেশের দিক দিগন্ত।
অতিমারি দেখিয়েছে কি তোমার আসল কর্ম।
একাত্মভাবনাই তোমার প্রকৃত ধর্ম।
ভালোবাসার কোলাহলে ভরা নবযুগের সাচী
এই স্বপ্নপূ রণ নিয়েই যেন আমরা দিনরাত বাঁচি।