শীত মানেই ক্ষয়ে যাওয়া নয়
শীত মানেই ক্ষয়ে যাওয়া নয়
শিশিরের টুপটাপ পতনের কথা বলে কানেকানে!
না না ও যে সমাপতন,
ঘাসের একনিষ্ঠ প্রেমিক বুকে চেপে ধরে তার প্রেয়সীকে
আমার গােপন আলাে বুজে আসে,
গােলাপের বন্ধনী খুলে ছায়ারতি মুক্তডানায় আঙুলের মাপে কাঁটা আর ধূলাে রঙের উলে বুনে নিই
অতীতের বন্ধনটুকু মায়া উদযাপনে এটুকুই সম্বল আজ
আরও কিছুটা পথ,
তারপরেতেই হাওয়া বদল বুড়ােহাওয়া গুড়িয়ে পরে
পাল তুলে দেয় কৃষ্ণচূড়া বসন্ত আসবে বুঝি!
আদান-প্রদান এখনাে যে বাকি!
