STORYMIRROR

SUSHANTA KUMAR GHOSH

Abstract Tragedy Inspirational

3  

SUSHANTA KUMAR GHOSH

Abstract Tragedy Inspirational

শহীদ হলেই স্মরণ করিসুশান্ত কু

শহীদ হলেই স্মরণ করিসুশান্ত কু

1 min
193


তোমরা তবে বেদীর তলেই থাকো

মাটির ভিতর হাড় কঙ্কাল রাখো ,

আমরা সবাই মোমবাতি আর ফুলে

করব স্মরণ শহীদ বেদীর মূলে ।

দেশের কাজে দিচ্ছ জীবন রোজ

মরার আগে কেউ রাখি না খোঁজ

হাড় কাঁপানো বরফ চাঁইয়ের নিচে

আমার জোয়ান একলা কেমন আছে !

আমরা যখন ব্যস্ত খাবার খেতে

তোমরা তখন বুলেটে বুক পেতে

আমার মরণ দিব্য দিলে রুখে

শহীদ হয়ে লুটিয়ে মাটির বুকে ।

একশ কোটির টের পেলনা কেউ

একটা কুকুর ডাকল না ঘেউ ঘেউ

একশ কোটির যমের সঙ্গে লড়ে

আমার জোয়ান নিথর আছে পরে !

মরুর মাঝে আঁচের মত তাপে

তোমার শরীর পিঠের মত ভাপে

আমরা তখন শীতাতপের ঘেড়ে

হাত পা ছুড়ে ঘুমাই আয়েশ করে ।

হাড় কাঁপানো হিমের পাহাড় চূড়ে

জীবন পেতে আমায় রাখো ঘিরে

তবুও তোমায় নিত্য থাকি ভুলে

স্মরণ করি কেবল শহীদ হলে ।

তবু তো রোজ নতুন জোয়ান এসে

হৃদয় দিয়ে দেশকে ভালোবেসে

দেশের জন্য বুলেটে বুক পেতে

ঢালছে জীবন দেশ প্রেমের ব্রতে ।

তোমরা তবে অমর হয়েই থাকো

অনন্ত কাল দেশের শ্রদ্ধা মাখো

দেশ জননী থাকুক তোমার বুকে

তোমরা থাকো দেশের মুখে মুখে ।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract