শেষাঙ্ক
শেষাঙ্ক


স্মৃতির রঙ্গমঞ্চে একলা আমি,
আর এক পেয়ালা ধূমায়িত অতীত।
দৃশ্যপটের আড়ালে হারিয়ে যাওয়া,
আবছা চরিত্রের ক্লান্ত ভিড়,
শেষ অংকের যবনিকা পতনের অপেক্ষায়।
চিত্রনাট্যের হলদে খাতা খুলে বসে তুমিও,
ধুলোমাখা স্বপ্ন কে সাজিয়ে তোলার আশায়।
চাওয়া পাওয়ার হিসেব যেখানে সংখ্যাহীন অতীত,
যেখানে অস্তিত্বের দ্বন্ধটা নিতান্তই অভ্যেস,
সেখানে হয়তো মৃত্যুই শেষ সত্য।
তবুও ধৃতরাষ্ঠ্যের মতো অন্ধ আশায়,
সময়ের সিংহাসন আঁকড়ে,
শেষাঙ্কের নিষ্ফল আস্ফালন।