শব্দ জলের সুর
শব্দ জলের সুর
ঝরা পাতারা ঝরে পড়ে
মেঠোপথেরই ধারে,
অষ্টপ্রহরের কাব্য লেখা
কোন সে মনের কিনারে?
শব্দ জলের বিষাদ সুরে
লেখা যেন তার ছন্দ খোঁজে,
রঙিন ফুলও যেন বর্ণহীন
কোন সে অদূরে তবুও মন বিলীন।
কল্লোলিত স্রোতস্বিনীতে দীপ জ্বেলেছে
অলিখিত কাব্য আজ প্রাণ পেয়েছে
শব্দ জলের সুর আবেশে
যখন মন কলতান,
উজাড় করা কত কথা
যেন মানসলোকে প্রবহমান।
