প্রিয় প্রহর
প্রিয় প্রহর
1 min
4
ধুলোমাখা এই শহরে,
অব্যক্ত কথাগুলো যায় হারিয়ে,
তবু যেন থেকে যায় আশা
প্রিয় কোনো এক প্রহরে।
