শার্থহীন চাওয়া পাওয়া
শার্থহীন চাওয়া পাওয়া


অল্পটুকু চেয়েছি যে!
বেশি কিছু যে চাই না-
আমার নিশ্আর্থ ভালোবাসার দাম-
তুমি কখনো দিয়ো না;
তুমি যে বলো অমি বদলে গেছি,
"ছিলাম না এমন ??"
ভালোও যে বেসে ফেলেছি খুব;
জানিনা কখন।
জানি তুমি আমার না।
কল্পনার রাজকুমার।
জেতে যদি চাও, কখনো চলে যেও,
আমি রইবো শুধুই তোমার ---
এদিন গুলো স্বপ্ন আমার
ভাবিনি কেনোদিন পাব তোমাকে।
সাদা কলো শুধুই অপেক্ষার ..
শান্তনা দিয়েছি আজ নিজেকে;
না না না !!! _ ভয় পেও না।
বেঁধে রাখবনা হোক না অন্ধকার,
তুমি যে আমার মনের বাসায়,
লুকোচুরি নয়।
জোরাজুরি তোমার অধিকার।