সেই নারী
সেই নারী


কখনো, কারোর মেয়ে
কখনো , কারোর বৌ
কখনো, কারোর মা
সন্তান পরিবারের চিন্তা,
সবসময়ে তার মনে,
সেই নারী।
কখনো, বিশ্ব জননী রূপে
মায়া করে ত্যাগ
স্নেহ দিয়েছে বিলীয়ে
সেই নারী।
কখনো, সাহস করে
আকাশে উড়ানো দিয়েছে
সেই নারী।
কখনো, বাগদেবীকে স্মরন করে
সুরের মূর্ছনায়,
দিয়েছে ছড়িয়ে।
সেই নারী।
কখনো কাগজ কুড়িয়ে,
সেলাই করে,
সন্তান শিক্ষিত বানিয়ে,
করেছে নিজের স্বপ্ন পূরণ।
সেই নারী।
কখনো অস্ত্র তুলে,
সাজিয়ে রণক্ষেত্র,
হয়নি ভীত,
সেই নারী।
সেই নারী ,
হচ্ছে লজ্জিত,
রাক্ষসের কবলে পরে।
আজও সমাজে অবাঞ্চিত হয়ে,
কমছে কন্যাভ্রূনের সংখ্যা।
সমাজ কী পারবে দিতে,
এর মূল্য ফিরিয়ে ?