সেই মেয়েটি
সেই মেয়েটি
ব্যাস্ত শহরের শব্দহীন কোন এক গলিতে
তাকে দেখেছিলাম, নিঃশব্দে হেঁটে যাচ্ছে সে।
জানিনা, চিনিনা, সেদিন দেখিও নি তাকে.....
দূর থেকে বাসের তীব্র শব্দে
কয়েকটা পাখি সামনে দিয়ে উড়ে গেলো...
সে একবার সামান্য ঘুরে তাকালো।
কিঞ্চিৎ ভাগ্যে মরণ লেখা ছিলোনা,
তাই তখন ও বেঁচে ছিলাম।
নিদারুণ সেই আঁখি, দূর থেকে তোমায় মেরে ফেলার ক্ষমতা রাখে।
বাতাসের সংস্পর্শে তার কালো কেশ
চাবুকের ন্যায় আঘাত করার ক্ষমতা রাখে
তবে তাকে আমি সত্যিই সেদিন দেখিনি.....
জানিনা তার গন্তব্য কোথায়,
জানিনা সে কে? তার নাম কি?
শুধু এটা জানি, সেই মেয়েটা....
বাস্তবে অস্তিত্ব না থাকলেও রূপকথার জগতে বিরাজমান।

