বিচ্ছেদ কেনো কৃষ্ণ!
বিচ্ছেদ কেনো কৃষ্ণ!
শেষ চিঠির খামে প্রথম দিনের গোলাপের টুকরো,
আর কয়েকটা এলোমেলো অনুভূতি পাঠালাম।
উত্তর আসবেনা জানি। সময় পেরিয়ে গেছে।
অপেক্ষা করে লাভ নেই তাও জানি। তবুও...
টেলিফোনে চেনা স্বর শোনার ব্যাকুলতা
আমায় বধির করে তুলছে দিন দিন
ময়দানের ধুলোয়, মিশে গেছে চুম্বন আর
সংসারের সংযোগ বিচ্ছিন্ন হতে দেখছি।
তবুও শেষ আশায় আমি আকাশের দিক তাকাই
নাস্তিক হয়ে ছুটে যাই মন্দিরের চৌকাঠে।
মাথা নত করে ‘আমার জীবন’ চেয়ে বসি
মৃত্যু আমার অনেক আগেই হয়েছিল। পুনর্জন্ম।
চোখ ভরা জলে তাকে চেয়েছিলাম,
ভগবান প্রত্তুতরে আর্জি নাকোজ করে দেয়।
“স্বর্গ তো চাইনি আমি!” চিৎকার করে বলি
উত্তর আসে, “স্বর্গের থেকে কম কিছু তো নয় সে।”
প্রেম যদি রাধা হয় তবে বিরহ কেনো কৃষ্ণ!
সুন্দর যদি রাধা হয় তবে কালো কেনো কৃষ্ণ!
বিচ্ছেদ যদি পরিনাম হয় তবে সূচনা কেনো কৃষ্ণ!
শেষবার হাত পেতে চেয়েছি যদি ফেরাও কেনো কৃষ্ণ!
