Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Ratnadeep Pramanik

Abstract Romance Others

3  

Ratnadeep Pramanik

Abstract Romance Others

স্বীকারোক্তি

স্বীকারোক্তি

1 min
177


একটা তীব্র উত্তেজনার কাছে,

হার স্বীকার করে এগিয়ে চলা –

ঝরাপাতার ওপর দিয়ে নির্বাক|


রাস্তা মেখে আছে বৈচিত্র;

দূরপাল্লার ট্রেন কিছু দাঁড়িয়ে|

টুকটাক এদিক-ওদিক,

মৌমাছিরা উড়োজাহাজ সেজেছে|

তোমায় পথে আলো দেখাবে,

একঝাঁক অনুগত জোনাকি|


জেগে থেকে তুমি রাত করবে পার –

কখনো পেঁচা,

কখনো বা গমগমে ঝিঁঝির ডাক|

ছটফটে সে তোমার ভেতর,

এঁকে যাবে নতুন রাস্তা –

নবরূপে লক্ষ্য সাজাবে রোজ|

কিংবা, তোমার বেগ হারাবে শূন্যে;

চুপিসারে চোখ বুজে, ঘুম পাড়াবে তোমায়|


তোমার গায়ে লেগে থাকবে,

গ্রামের হলুদ ধুলোর গন্ধ|

আর, আমি মেখে থাকবো –

দাম্ভিক শহুরে ঘরবাড়ি|


গোড়াতেই স্বীকার করে হার,

হেরেছে যে সভ্যতা –

সেই তার-ই একজন সেজে,

শুধুই এঁকে যাই আলরেখা;

সাজাই শব্দ, তোমায় বোঝাবো বলে|

মনের আড়ালে ভাবি –

তুমি প্রত্যেক বার,

কিভাবে আমায় ভীষণ সহজেই,

হারিয়ে দাও ওই কাটাকুটি খেলায়|


Rate this content
Log in

Similar bengali poem from Abstract