স্বাধীন-৭৪
স্বাধীন-৭৪
1 min
564
কালো-সাদার আড়ালে-
আজ তুমি সবুজ রঙিন!
স্বাধীনতার উত্তর-
আজ তুমি চুয়াত্তর!
বাতাসী-তুফান যেমন অন্ধ করেনি-
হে তুমি স্বাধীন-ভারত আমাদের সঙ্গ ছাড়োনি!
নর-নারী, জাতপাত, ধর্ম-ভেদাভেদ-
হে! ভারত-মাতা তব হোক ছেঁদ-
তাদের প্রাণ -
যারা চোড়ে থাকা ঐক্যের রঙ-
মেটাচ্ছে সকলের সঙ্গ!
হে! তুমি স্বাধীন ভারত-
আজ ভরাও তোমার ঐক্যের আড়ত!
হয়ে তুমি দীর্ঘজীবি-
করে তোলো সকলকে মানবী!