মায়ের চিঠি
মায়ের চিঠি
হারিয়ে যাওয়া এক চিঠির কথা -
ঠিক যেন এক মেঘের দেখা !
মেঘের কোলে রোদের খেলা -
ঠিক যেন এক বাদলা-বেলা !
বাদল দিনে হাওয়ার খেলা -
খুকির মুখে হাসির মেলা !
"ও খুকি ও ! হাসিস কেন?
পেলি কী তুই? ঐ?
ঐ চিঠিখানা? "
নাম না জানা চিঠিখানা ছিলো মায়ের বড্ডো প্রিয় !
"সত্যি কী মা নাম জানো না? "
হঠাৎ খুকির প্রশ্ন দেখো !!
সামনে যে মায়ের কাজের ঠেলা -
সেই ফাঁকে যে মা খুজ্জে বেলা -
বেলা-শেষে কিসের গান? -
ঐ যে মায়ের চিঠির টান্ !
ফেলে আসা সেই চিঠির নেশা -
মায়ের মনে যে বড্ডো আশা -
হারিয়ে ফেলা সেই স্বপ্নের নেশা -
হাতছানি যে দেয় মুক্তির ভাষা !
মুক্
তোর বিন্দু চোখ যে ঝরায় -
মনের সাথে যে মায়ের বড্ডো লড়াই !
বুনে গেছে যে মা ছোট্টো গল্প -
সে যে ছিলো বড্ডো অল্প !
আজ ও যে মা চেয়ে বেড়ায় -
স্বপ্ন দেখার চিঠির তারায় !
স্বল্প চাওয়ার সুপ্ত বেলা -
খুঁকির মুখে হাসির মেলা !
"ও খুঁকি ও! হাসিস কেন?
পেলি কী তুই? ঐ?
ঐ চিঠিখানা? "
বুঝেছে যে মা চিঠির মানে -
তাই যে মা খুঁজতেই জানে !
বাদল দিনের বাদলা আকাশ -
মায়ের চিঠি পাবে কী প্রকাশ?
খুজবে কী মা স্বপ্নের মানে?
খুঁকি যে হেঁসে লুটিয়েই পরে !
স্বপ্নের খোঁজে -
শব্দ হারায় -
মায়ের চোখ চিঠি হাত্রায়!!
মায়ের স্বপ্ন ঘর করেছে -খুকির স্বপ্ন ঘরে !!!