সৌন্দর্য
সৌন্দর্য
তুমি কালোর মাঝেও আলোর মতোন সুন্দর
সুন্দর তোমার মন ও হৃদয়
একটা টিপ পরলেই
তোমায় যেন মনে হয় গোলাপের মতন মিষ্টি
তুমি একটু হাসলেই
হৃদয়টা আমার আনন্দে ভরে যায়
তোমার হাসির মধ্যে খুঁজে পাই আমি চাঁদের সুন্দর আলো।
তোমায় নাচতে দেখলে মনে হয় যেন ময়ূর নাচছে
তোমার গান শুনে মনে হয় কোকিল গাইছে
সৌন্দর্য থাকে না শুধু রূপে
সৌন্দর্য থাকে মনের মাঝে
তুমি আমায় এতো ভালোবাসো, এতো আনন্দ দাও
যে আমার কখনো মনে হয়না, আমি একা
একশোটা জন্ম চাইনা আমি..........এক জন্ম চাই
সেই জন্মে আমি তোমায় আজীবন চাই ।।

