সাঁকো
সাঁকো


সহজ কথা আরো সহজ ছিল;
ঝিনুক পাত্রে ছিল রূপোর জল;
শূন্য পালক হাওয়ার ঘুমে শুলো –
পাথর কোঁদা নিশান্ত সমতল।
ছবির বাঁকে উন্মাদিনী রোগ;
ফিরবে ফানুস উড়ানের গৌরবে;
বুকেই জমানো রাক্ষুসে দুর্যোগ –
পাখির ছানা উড়তে শিখছে সবে।
এমন ঘুমে চিহ্ন থাকে না তো;
প্রান্তে ঘনায় চোখের মণিহার;
মুক্তো ছকে ভাঙতে থাকে সাঁকো –
মেঘের রেখায় বিমূর্ত পারাপার।