অরণ্য
অরণ্য


গাছ হয়ে জন্ম নেবে পৃথিবী আবার,
বোলো না ওদের - আমি কেবলই
শব্দ সাজিয়ে লিখে চলেছি এ-জীবন।
এভাবে লিখতে লিখতে বাতাস হবো।
আর আমি অন্তরালে
আর খুব সাবধানে
আর খুব বিহবলতায়
মানুষ দেখেছিলাম।
এখনও স্বচ্ছ্ব ভেঙ্গে উঠে দাঁড়ায় শামুক-রঙা আলো।
আরও অমৃত হোক কাচের মতো টুকরো হওয়া মাটি।
আমি শব্দ সাজিয়ে সাজিয়ে অরণ্য হবো একদিন।