Uddipta Bhatia
Abstract
স্বরলিপির রাত। দু-হাত রাখা নিকষ অথর্বতায়।
যদি জানতে পারো; এই হাত দংশনে পবিত্র
শূন্যতা দিও।
ষড়যন্ত্র
সাঁকো
কপর্দক
পলাতক
অরণ্য
অবান্তর আমি অবান্তর আমি
পৌন পুনিক পৌন পুনিক
একা নই একা নই
আলো-রেখার ডানা আলো-রেখার ডানা
কে আমি কে আমি
এই পৃথিবী এই পৃথিবী
এই যে মনে এই যে মনে
অসমাপ্ত অসমাপ্ত
জীবনের রঙ জীবনের রঙ
স্বপ্ন স্বপ্ন
যুদ্ধ যুদ্ধ
ফাঁকা ফ্রেম ফাঁকা ফ্রেম
সূর্যাস্তের লাল আভা সূর্যাস্তের লাল আভা
একটা দিন একটা দিন
ছেঁড়া অধ্যায় ছেঁড়া অধ্যায়
কেন? কেন?
বিরোধ বিরোধ
বাজার বাজার
জ্যোতির্ময়ী জ্যোতির্ময়ী
অপরিচিত অপরিচিত