কপর্দক
কপর্দক


যে-নামে চির-দাসত্ব পুষে রেখেছি তাতে
অভিষিক্ত হইনি।
বাইরে বিকেলের রঙ পাল্টে গড়িয়ে আসা মধুর মতো দেখাচ্ছে ।
কাল বৃষ্টি পড়েছে সারারাত;
শব্দে আমার ঘুম ভেঙ্গেছিল অনেকদিন পর!
মনে হলো কোথাও আর কোনও
শব্দের উত্থান নেই আজ; এমনকি
ক্লীবেরাও সরিয়ে নিয়েছে নিজেদের।
শুধু আমি অনেকদিন পর জেগে ছিলাম বলে
আমার সাথে কথা বলতে এলো অনন্য অন্ত।
কারণ একমাত্র সে-ই কাক-ভেজা সত্ত্বেও
পরম যত্নে মাথা মুছে
কপর্দক হারাবার সাহস দেখিয়েছিল।