রংবিলাসী শহর
রংবিলাসী শহর
শহর আমার রংবিলাসী,
চুপচুপে মন কংক্রিটে,
পিচ কালােতে বইছে নদী
পেটের মেলা ফুটপাতে।
কালাে ধোঁয়া রঙীন আরও
সিগন্যালেতে বুনছে রোদ,
আলাের স্রোতে ভাসিয়ে তরী
রাতের বুকে লিখছে শােক।
আকাশ নামে দুচোখ জুড়ে
ট্রাফিক জ্যামে থমকে মুখ,
ভেতরে তারও ক্ষতের পাহাড়
ওপর ওপর অনন্ত সুখ।
