পর্যটন
পর্যটন


ব্যস্ততাকে সঙ্গী করে চলছি ছুটে দেখো আজীবন,
নিজের চক্রব্যূহে নিজেই আটকে পড়ি বারেবারে;
চার দেওয়ালের গন্ডিতে অনুভূতিদের রক্তক্ষরণ,
নিঃসঙ্গতা কাটাতে চলো যাই প্রকৃতির অভিসারে।
রোজনামচার গল্প ভুলে চোখ রাখি নীল দিগন্তে,
বেদুইন মন দিক পাড়ি ওই পর্যটনের গল্পকথায়;
একঘেয়েমি দূর করে সঞ্জীবনীর খোঁজ একান্তে,
কোলাহলহীন পথ হাঁটি অচিনপুরের কাব্যগাথায়।
দিগন্তবিস্তৃত হাতছানি ফিরে আসে তৃষিত প্রাণে,
বেরিয়ে পড়ি পাহাড়, সমুদ্র বা অরণ্যেরই টানে;
উপলব্ধির আঙিনায় প্রাঞ্জল স্বপ্নে সাজে আগামী,
পথের পাঁচালি বসন্তরাগে, বসুধার পর্যটক আমি।