Paramita Kar

Inspirational

3  

Paramita Kar

Inspirational

প্রতিবাদিনী

প্রতিবাদিনী

1 min
13


নারী তুমি সূর্যের মত দীপ্তীময়ী হও ,

নিজের মধ্যে জাগিয়ে তোলো শত্রু নাশের তেজ।

নারী মনেরেখ তুমি আর নও অবলা,

তোমাতে সমস্ত ক্ষমতা বিদ্যমান ।

জাগিয়ে তোল নারী তোমার 

অসুর বিনাশের শক্তি আর ,

শুদ্ধ করে তোল এ ধরনীর প্রতিটি কোনা ।

জেগে ওঠ, আর বিকশিত করো তোমার 

নারী শক্তির রূপ ।

তোমাতে বিশ্ব প্রকৃতি নির্ভরশীল ।

অসুর নিধনে হাতে অস্ত্র তোল এবার ,

গর্জে ওঠ প্রতিবাদীনি রূপে।

ধর্ষকদের দাও কঠিন মৃত্যুদন্ডের সাজা ।

জেগে ওঠ নারী স্বগর্বে বলে ওঠো হ্যাঁ

 হ্যাঁ আমরা প্রতিবাদী,

আমরা প্রতিবাদীনী নারী ।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational